Header Ads

Header ADS

আশ্রয়কেন্দ্রে বন্যার পানি পান করতে হচ্ছে তাঁদের, নেই শৌচাগারও

 মুঠোফোনের নেটওয়ার্ক ও বিদ্যুৎ নেই। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। একমাত্র শৌচাগারটি পানির নিচে। একটি চুলায় পাঁচটি পরিবারের রান্না করা হয়। এ জন্য পানি বিশুদ্ধ করতে ফুটানো যাচ্ছে না। নেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও। বাধ্য হয়ে বন্যার পানি পান করছেন তাঁরা। কারও কাছে যে সাহায্য চাইবেন, সেই উপায় নেই।

বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় তেলিখাল উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. সেলিম আহমদ (৪০) আজ রোববার বেলা সাড়ে ১১টায় কথাগুলো বলছিলেন। ওই কেন্দ্রে আশপাশের গ্রামগুলোর প্রায় ৭৫টি পরিবার আশ্রয় নিয়েছে।

কোন মন্তব্য নেই

MarkCoffeyPhoto থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.