Header Ads

Header ADS

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

 

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ২৫টি ইউনিয়নের শতাধিক চরে পানি উঠেছে। ইতিমধ্যে ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিছু কিছু চরের ঘরবাড়িতে পানি উঠেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন জানান, ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। আজ শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরে গিয়ে দেখা যায়, পুরো চরের বাড়িঘরে পানি উঠেছে। প্রচণ্ড স্রোত বয়ে যাচ্ছে। একটি নৌকায় এক নারী জিনিসপত্র নিয়ে অন্য এলাকায় যাচ্ছেন। নাম জানালেন মমেনা বেগম (৪০)। তিনি বলেন, ব্রহ্মপুত্রের পানির চাপে একটা ঘর জিনিসপত্রসহ পানিতে ভেসে গেছে। এখন নৌকায় মালামাল নিয়ে পশ্চিম পাড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। এখানে থাকা সম্ভব নয়। আরমান আলী নামের একজন বলেন, ‘বৃষ্টির কারণে ৮-৯ দিন কোনো কাজকর্ম নাই, বসে আছি। হঠাৎ পানি এসে বাড়িঘর ডুবে গেল। ৫ দিন থেকে পানিবন্দী। রান্না করব, সে উপায় নেই। খড়ি, বিছানা ভিজে গেছে।’

কোন মন্তব্য নেই

MarkCoffeyPhoto থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.